Wednesday, 13 December 2017

মোবাইল ফোন নতুনই থাকবে যেভাবে

চকচকে-ঝকঝকে জিনিস কার না পছন্দের? নিজের প্রতিদিনের ব্যবহার করা মোবাইল ফোনটিকে অনেকেই নতুন দেখতে চান। সাধারণত, স্মার্টফোন পুরোনো হয়ে গেলে এর পারফরম্যান্স কমতে দেখা যায়। অনেকেই পুরোনো স্মার্টফোনে নতুনের মতো কাজ পাওয়ার প্রত্যাশা করেন। কিন্তু আসলে হতাশ হতে হয়। কিন্তু চাইলে আপনার মোবাইল ফোনটি সব সময় নতুনের মতো ঝকঝকে ও কাজের উপযোগী করে রাখতে পারেন। কয়েকটি পরামর্শ আপনার কাজে লাগতে পারে:

কেস ও স্ক্রিন প্রটেক্টর লাগান: স্মার্টফোনের সুরক্ষায় এর খাপ বা কেস ও সুরক্ষা পর্দা বা স্ক্রিন প্রটেক্টর গুরুত্বপূর্ণ। এটি স্মার্টফোনকে নতুন রাখতে সাহায্য করে। এক মাসের পুরোনো হোক বা একেবারে নতুন

Friday, 13 October 2017

ব্লু-হোয়েল (Blue-Whale) কী? বাঁচতে হলে এখনি জেনে নিন।

ব্লু-হোয়েল (Blue-Whale) হচ্ছে, একটি ভয়াবহ
মৃত্যুর গেম, ভয়াবহ মৃত্যুর ফাঁদ। এই গেমটি, তার
খেলোয়ারকে আত্মহত্যা করতে বাধ্য করে।
ফলে, মৃত্যু প্রায় অবধারিত। .

.
অ্যাপ স্টোর, প্লে স্টোর, ইন্টারনেট বা গুগল
কোথাও খুঁজে পাবেন না এই 'ব্লু হোয়েল'
গেম। খুঁজে পেতে পারেন কারো পাঠানো
কোনো গোপন লিংকের মাধ্যমে। এটি একটি
সুইসাইড গেইম অর্থাৎ গেম খেললে মৃত্যু প্রায়
অনিবার্য।

Friday, 6 October 2017

মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি, ভিডিও এবং অডিও ইত্যাদি ফাইল ফিরিয়ে আনার নিয়ম। (ভিডিও সহ বিস্তারিত বর্ণনা)

আজ আমরা শিখব কীভাবে মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি, ভিডিও এবং অডিও ইত্যাদি ফাইল ফিরিয়ে আনতে হয়। তাহলে শুরু করক যাক....
১ম ধাপঃ
ফাইল ফিরে পাবার জন্য GT File Recovery নামক একটি এপ্লিকেশন প্রয়োজন হবে। এপ্লিকেশনটি Google Play Store থেকে ডাউনলোড করে Open করতে হবে। (নিচের চিত্রের মত)