Friday 6 October 2017

মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি, ভিডিও এবং অডিও ইত্যাদি ফাইল ফিরিয়ে আনার নিয়ম। (ভিডিও সহ বিস্তারিত বর্ণনা)

আজ আমরা শিখব কীভাবে মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি, ভিডিও এবং অডিও ইত্যাদি ফাইল ফিরিয়ে আনতে হয়। তাহলে শুরু করক যাক....
১ম ধাপঃ
ফাইল ফিরে পাবার জন্য GT File Recovery নামক একটি এপ্লিকেশন প্রয়োজন হবে। এপ্লিকেশনটি Google Play Store থেকে ডাউনলোড করে Open করতে হবে। (নিচের চিত্রের মত)




২য় ধাপঃ
Open হওয়ার পর Start New Scan এ ক্লিক করতে হবে। (নিচের চিত্রের মত)

৩য় ধাপঃ
তারপর, আপনি যে ফাইল রিকভার করতে চান তাতে ক্লিক করুন। ধরুন আপনি ছবি রিকভার করতে চান তাহলে Images এ ক্লিক করে Next এ ক্লিক করুন। (নিচের চিত্রের মত)

৪র্থ ধাপঃ
এখন Change এ ক্লিক করুন। (নিচের চিত্রের মত)

৫ম ধাপঃ
যেখান থেকে রিকভার করতে চান সেখানে ক্লিক করুন।  আমরা Extenrnal Storage এ করলাম। (নিচের চিত্রের মত)

৬ষ্ঠ ধাপঃ
এখন Scan Devicce এ ক্লিক করুন। (নিচের চিত্রের মত)

৭ম ধাপঃ
ফাইল রিকভার হচ্ছে..... অপেক্ষা করুন........
রিকভার শেষে Others এ ক্লিক করুন। (নিচের চিত্রের মত)


৮ম ধাপঃ
এখন ছবিগুলো Save করার পালা। Save করার জন্য নিচে চিত্রের মত 1 এ সিলেক্ট করে 2 তে ক্লিক করুন। (নিচের চিত্রের মত)


৯ম ধাপঃ
তারপর ছবিগুলো যেখানে সেভ করতে চান সেখানে  ক্লিক করুন। আমরা External storage এ করলাম। (নিচের চিত্রের মত)

১০ম ধাপঃ
এখন Ok ক্লিক করে একটু অপেক্ষা করুন...... (নিচের চিত্রের মত)


এখন আপনি আপনার মোবাইলের গ্যালারীতে গিয়ে দেখুন ডিলেট হয়ে যাওয়া ছবি গুলো আবার ফিরে এসেছে।
যারা পড়ে বুঝতে পারছেন না তারা অবশ্যই নিচের ভিডিওটি দেখুন।

[বিঃ দ্রঃ রিকভার করার আগে আপনার মোবাইলটি অবশ্যই রুট করতে হবে।]