Thursday 22 February 2018

সফটওয়্যার ছাড়া পেনড্রাইভের সর্টকাট ভাইরাস সমাধান।

অস্থায়ি কিন্তু দ্রুত সমাধানঃ
কোন software ডাউনলোড বা ইন্সটল লাগে না  ।. এটাও জেনে রাখা জরুরী – কারন আপনি তো পাবলিক পিসি তে আর এত সময় পাবেন না।

যদি আপনি Pendrive Shortcut problem বা এর সমাধান লিখে গুগলে সার্চ দেন তাহলে আপনি কম্যান্ড প্রমট দ্বারা এই সমাধান পাবেন – যদিও এটা অস্থায়ী সমাধান । পিসি রিস্টার্ট দিলে আবার আগের মতো হয়ে যাবে ।

Monday 19 February 2018

মেমোরি কার্ড কেনার সময় যে বিষয় গুলোর প্রতি খেয়াল রাখা প্রয়োজন

®→ মেমোরি কার্ড আজকাল প্রায় নিত্য প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে। আগে যেখানে অল্প কিছু ইলেক্ট্রনিকস এর দোকান ছাড়া এসব পাওয়াই দায় ছিলো, সেখানে আজ আনাচে কানাচের সব ডিভিডি, মোবাইল, ফ্লেক্সীলোডের দোকানেই মেমোরী কার্ড কিনতে পাওয়া যায়। এগুলোর মূল্যও আগের তুলনায় অনেক সস্তা হয়ে গেছে।
®→ কিন্ত প্রশ্ন হচ্ছে, এসব মেমোরি কার্ডের গুনগত মান কতটুকু? সেটি বোঝার উপায়ই বা কি?

০১। লাইফ-টাইমঃ
সকল ব্র্যান্ডেড মেমোরি কার্ডের সাথে বলে দেয়া হয় “লাইফ-টাইম গ্যারান্টি”। কিন্ত এই লাইফ-টাইম গ্যারান্টির অর্থ কি জানি?

কম্পিউটারের সমস্যা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর


০১৷ প্রশ্নঃ ইন্টারনেট মডেম-এ নেটওয়ার্ক সমস্যা হচ্ছে৷
উত্তরঃ জিপিআরএস বা এজ মডেমে নেটওয়ার্কের এই সমস্যা হলে-
মডেম সব সময় উন্মুক্ত স্থানে রাখা। কেননা এর উপর নেটওয়ার্ক নির্ভর করে।
সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিয়া। অনেক সময় মডেম ঠিক মতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে।
ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখা।
মডেম কেনার সময় ভাল করে জেনে নিয়া, এই মডেম উইন্ডোজ এক্সপি, ভিসতা, সেভেন বা লিনাক্স সাপোর্ট করে কিনা এবং সংশ্লিষ্ট সব ড্রাইভার সাথে দেয়া আছে কিনা।
০২৷ প্রশ্নঃ ইন্টারনেট সংযোগে ধীরগতি৷

ফেসবুক প্রোফাইলকে ফেসবুক ফ্যান পেজে পরিবর্তন করুন এক ক্লিকে। bdMicroTips

ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করা যায়। এই কনভার্ট করলে, আইডিতে যত ফ্রেন্ড থাকবে, পেইজে রুপান্তরের পর, সেই ফ্রেন্ড গুলো পেজ লাইকে পরিনিত হবে৷

প্রথমে যে প্রোফাইল আইডিটি কনভার্ট করা হবে, সেটি লগইন করতে হবে।

ফেসবুকে সুরক্ষিত থাকতে চাইলে কি করবেন? জানতে এখানে ক্লিক করুন।

ফেসবুক একনাম্বার সোস্যাল সাইট, ফেসবুক আমরা প্রায় সবাই ব্যবহার করি। সারাদিন ফেসবুকে থাকেন কত বন্ধু আপনার। হঠাৎ একদিন দেখলেন আপনার ফেসবুকটি বন্ধ হয়ে গেছে আর খুলছে না। তখন অবশ্যই অনেক মন খারাপ হবে। আসুন জেনে নেই কিভাবে রাখবেন আপনার ফেসবুক সুরক্ষিত -
১। কঠিন পাসওয়ার্ড দিন:
ফেসবুক নিরাপদ রাখার ক্ষেত্রে পাসওয়ার্ড খুব জরুরী একটা বিষয়। আপনার পাসওয়ার্ড যত মজবুত হবে অ্যাকাউন্ট তত নিরাপদ হবে। অনেকেই আছেন যারা এই দিকটা খেয়াল করে না। তারা পাসওয়ার্ড অনেক

Sunday 18 February 2018

ডায়াবেটিস রোগ নির্ণয় পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

কোন ব্যক্তির ডায়াবেটিস আছে কি না তা প্রশ্ন হিসেবে খুবই ছোট। কিন্তু এর উত্তর দেওয়া একটি কঠিন ব্যাপার। কেন কঠিন তা বিশদ ভাবে সবার জানা উচিৎ।
ডায়াবেটিস রোগ নির্ণয় করার জন্য সাধারণত ৩ টি পদ্ধতি অনুসরন করা হয়।