Wednesday 13 December 2017

মোবাইল ফোন নতুনই থাকবে যেভাবে

চকচকে-ঝকঝকে জিনিস কার না পছন্দের? নিজের প্রতিদিনের ব্যবহার করা মোবাইল ফোনটিকে অনেকেই নতুন দেখতে চান। সাধারণত, স্মার্টফোন পুরোনো হয়ে গেলে এর পারফরম্যান্স কমতে দেখা যায়। অনেকেই পুরোনো স্মার্টফোনে নতুনের মতো কাজ পাওয়ার প্রত্যাশা করেন। কিন্তু আসলে হতাশ হতে হয়। কিন্তু চাইলে আপনার মোবাইল ফোনটি সব সময় নতুনের মতো ঝকঝকে ও কাজের উপযোগী করে রাখতে পারেন। কয়েকটি পরামর্শ আপনার কাজে লাগতে পারে:

কেস ও স্ক্রিন প্রটেক্টর লাগান: স্মার্টফোনের সুরক্ষায় এর খাপ বা কেস ও সুরক্ষা পর্দা বা স্ক্রিন প্রটেক্টর গুরুত্বপূর্ণ। এটি স্মার্টফোনকে নতুন রাখতে সাহায্য করে। এক মাসের পুরোনো হোক বা একেবারে নতুন