Sunday 18 March 2018

প্রাথমিক চিকিৎসকের বৈশিষ্ট্য ও গুণাবলী

জেনে রাখুন প্রাথমিক চিকিৎসকের কিছু বৈশিষ্ট্য

প্রাথমিক চিকিৎসা প্রদানকারী ব্যক্তিই প্রাথমিক চিকিৎসক।
প্রাথমিক চিকিৎসক হতে চায় এমন ব্যক্তির কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন।
 
  • কোন দূর্ঘটনার পর জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়। একজন প্রাথমিক চিকিৎসককে অবশ্যই দ্রুত পরিস্থিতি যাচাই করে সঠিক পদক্ষেপ নিতে হবে।
  • সন্ত্রাসী হামলায় কেউ আহত হলে, আগুন লাগলে, বৈদ্যুতিক দূর্ঘটনা বা পানিতে ডোবা ইত্যাদি ঘটনার প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে প্রাথমিক চিকিৎসক নিজেই সমস্যায় পড়তে পারেন। তাই সার্বিক পরিস্থিতি যাচাই করে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। 
  • প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় ইনফেকশন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • কোন সময় নষ্ট না করে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা নিতে হবে।
  • অসুস্থ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরই হাসপাতালে নিতে হবে। 
  • নিজের মানসিক অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে।  
  • ঘটনার গুরুত্বের উপর নির্ভর করে একজন প্রাথমিক চিকিৎসককে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিতে হবে।