Sunday 18 March 2018

জেনে রাখুন কে কাকে রক্ত দিতে পারবে সর্বশেষ আপডেট জুন ০৬, ২০১৭, মঙ্গলবার বুকমার্ক করুন

আমরা জানি মানুষ ভেদে রক্তের গ্রুপের পার্থক্য হয়। সাধারণত A+, A-, B+, B-, AB+, AB-, O+, O- গ্রুপের রক্ত থাকে। এর মধ্যে পৃথিবীতে সবচেয়ে O+ গ্রুপের মানুষের সংখ্যা বেশী।
কারা রক্ত দিতে পারবে
শারীরিক এবং মানসিকভাবে সুস্থ নিরোগ যে কোন ব্যক্তির রক্ত নিতে পারবেন। রক্ত দাতার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। শারীরিক ওজন ৪৫ কেজি বা
এর বেশি হতে হবে। উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা দেখে নিতে হবে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, পালস এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক এবং চর্মরোগ থেকে মুক্ত আছে কিনা তাও দেখে নিতে হবে।
যারা রক্ত দিতে পারবে না 
  • যাদের ৩ বছরের মধ্যে জন্ডিস হয়েছে
  • যাদের রক্ত বাহিত জটিল রোগ রয়েছে
  • ৪ মাসের মধ্যে যারা রক্ত দিয়েছেন
  • যারা ৬ মাসের মধ্যে বড় কোন অস্ত্রপচার করিয়েছেন
  • মহিলাদের ক্ষেত্রে যারা গর্ভবতী অথবা যাদের মাসিক বা ঋতুস্রাব চলছে
নিচের টেবিল থেকে আমরা জেনে নিতে পারি কোন গ্রুপের রক্ত কে গ্রহন করতে পারবে আর কে পারবে না।
রক্তের গ্রুপ
যাদের দিতে পারবে
যাদের কাছ থেকে নিতে পারবে
A+
A+  AB+
A+   A-  O+  O-
A-
A+   A-   AB+  AB-
A-   O-
AB+
AB+
সকল গ্রুপ
AB-
AB+  AB-
A-   B-  O-  AB-
B+
B+ AB+
B+  B-  O+  O-
B-
B+  B-   AB+  AB-
B-   O-
O+
A+  B+   AB+  O+
O+  O-
O-
সকল গ্রুপ
O-