Sunday 18 March 2018

সরকারি-বেসরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য ও ঠিকানা

সরকারি-বেসরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য ও ঠিকানা

সরকারি-বেসরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্স সার্ভিস এবং শুধুমাত্র এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকে এমন প্রতিষ্ঠানগুলো রোগী ও লাশ পরিবহনে সেবা দিয়ে যাচ্ছে। সরকারী হাসপাতালের এ্যাম্বুলেন্সগুলোতে সুযোগ-সুবিধার ঘাটতি থাকলেও বেসরকারী হাসপাতাল ও শুধুমাত্র এ্যাম্বুলেন্স সার্ভিসদেয় এমন প্রতিষ্ঠানের এ্যাম্বুলেন্সগুলোতে অক্সিজেন, প্রাথমিক চিকিৎসা, রক্ত প্রদানের ব্যবস্থাসহ শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।

সার্ভিস এলাকা
  • শুধুমাত্র ঢাকার অভ্যন্তরে সার্ভিস দিয়ে থাকে এমন প্রতিষ্ঠানগুলো হল হৃদরোগ হাসপাতাল এ্যাম্বুলেন্স, ঢাকা মেডিকেল এ্যাম্বুলেন্স সার্ভিস, আদ্ব-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিস, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এ্যাম্বুলেন্স সার্ভিস, মেডিনোভা মেডিকেল সার্ভিস লিঃ এর এ্যাম্বুলেন্স সার্ভিস।
  • স্কয়ার হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস, লাশবাহী ফ্রিজার ভ্যান (জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল), কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সার্ভিস, আলিফ এ্যাম্বুলেন্স ও আল মারকাজুল ইসলাম এ্যাম্বুলেন্স সার্ভিসের এ্যাম্বুলেন্সগুলো ঢাকাসহ সারাদেশে রোগী ও লাশ পরিবহনে সেবা দিয়ে থাকে।
ভাড়া পদ্ধতি
এ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠানে গিয়ে বা নির্ধারিত ফোন নম্বরে ফোন করে এ্যাম্বুলেন্স ভাড়া করা যায়। এই প্রতিষ্ঠানগুলো রোগীদের সেবায় ২৪ ঘন্টাই সার্ভিস দিয়ে থাকে। হরতাল, অবরোধ ও অন্যান্য সরকারী ছুটির দিনগুলোতে ভাড়ার হারের কোন তারতম্য হয় না।
সুযোগ-সুবিধা
  • সাধারণত এই সকল এ্যাম্বুলেন্সগুলোতে রোগীর বেড ছাড়া ৭-৮ জন বসার ব্যবস্থা থাকে। তবে আদ-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিস, হৃদরোগ হাসপাতাল এ্যাম্বুলেন্স, সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ এ্যাম্বুলেন্স সার্ভিস, মেডিনোভা মেডিকেল সার্ভিসের এ্যাম্বুলেন্স ও স্কয়ার হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিসের এ্যাম্বুলেন্সগুলোতে ৩-৪ জন বসার ব্যবস্থা রয়েছে। আদ-দ্বীন এ্যাম্বুলেন্স সার্ভিসের পরিবহনে ৪৬টি এ্যাম্বুলেন্স রয়েছে।
  • স্কয়ার হাসপাতালের এ্যাম্বুলেন্সের গাড়িগুলো মার্সিডিস বেঞ্চের। এই এ্যাম্বুলেন্স গুলোতে অক্সিজেন, রক্ত প্রদান, শীতাতপ নিয়ন্ত্রণসহ রোগীর জন্য সব ধরনের সাপোর্ট রয়েছে। স্কয়ার হাসপাতালের এ্যাম্বুলেন্সে লাশ পরিবহন করে না।

এ্যাম্বুলেন্স সুবিধা দিয়ে থাকে এমন কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালে যোগাযোগের ঠিকানা নিচের তালিকায় দেয়া হলঃ

 ক্রমিক নং
           জরুরী এম্বুলেন্সের সার্ভিসের নাম
ফোন নম্বর
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট
অবস্থান: ১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ (৪র্থ ও ৫ম তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোন: ০২-৯৬৭১১৪১-৪৩, ৮৮-০২-৯৬৭১১৪৫-৪৭
এপোলো হাসপাতাল
অবস্থান: প্লট ৮১, ব্লক ই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১৯।
১০৬৭৮, ০২-৯৮৯৬৬২৩, ০১৭১৪০৯০০০০, ০১৭১৩০৬৩০৬৭
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল
অবস্থান: রোড # ১৪/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯
৯১১৮২০২, ৯১২০৭৯৩, ৮১১৫৮৪৩
ডায়াবেটিক হাসপাতাল (বারডেম)
অবস্থান: শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে এর অবস্থান।
০২-৮৬১৬৬৪১-৫০, ০২-৯৬৬১৫৫১
ঢাকা সিএমএইচ
অবস্থান: শহীদ সরণী ঢাকাঃ-১২১৬, বাংলাদেশ

৯৮৭১৪৬৯
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
অবস্থান: বকশী বাজার, ১০০ রমনা,ঢাকা-১০০০
৯৫০৫০২৫-২৯, ৯৫০০১২১-৫
ঢাকা সিটি হাসপাতাল
অবস্থান: ৬৯/১, পাবলিক কলেজ লেন, পান্থপথ, ঢাকা-১২১৫

৯৫৫৬০১৪, ৯৫৫৬০১৮, ৯৫৫৭১৮৬-৮৭
হলি ফ্যামিলি হাসপাতাল
অবস্থান: মগবাজার ওভারব্রীজ থেকে ১০০ গজ পশ্চিম দিকে ইস্কাটন গার্ডেন রোড-এ এটি অবস্থিত।
 ০২-৮৩১১৭২১-৫, ০১৭১৬৩৪৬৯৩০
আইসিডিডিআরবি
অবস্থান: মহাখালী, ঢাকা

৮৮১১৭৫১-৬০
১০
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল
অবস্থান: ৫৫, সাতমসজিদ রোড, ঢাকা-১২০৯, বাংলাদেশ
০১৭১১৬৪৭৮৭৭, ০১৭১২০৩৯৭২৯
১১
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল
অবস্থান: বাড়ি-১, রোড-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫
১০৬০৬
১২
পিজি হাসপাতাল (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল)
অবস্থান: শাহবাগ মোড, ঢাকা-১০০০
শাহবাগমোড়ে জাতীয় জাদুঘরের উত্তরে এর অবস্থান।
০২-৮৬১৪০০১-৫, ০২-৮৬১৪৫৪৫-৯
১৩
মেডিনোভা মেডিকেল সার্ভিসেস
অবস্থান: বাড়ি # ৭১/এ, রোড # ৫/এ,
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।
০২-৮১১৩৭২১, ০২-৯১২০২৮৮
১৪
ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট
অবস্থান: শের-ই-বাংলা নগর, ঢাকা

০২-৯১২২৫৬০-৭২
১৫
সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিটফোর্ড হাসপাতাল)
অবস্থান: মিটফোর্ড হাসপাতাল রোড, ঢাকা
০২-৭৩১৯০০২-৬
১৬
শহীদ সোহরাওয়ার্দি হাসপাতাল
অবস্থান: শহীদ সোহরাওয়াদী হাসপাতাল ঢাকার শেরে--বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট এর পাশে অবস্থিত।
ফোনঃ ৯১৩০৮০০
১৭
শিশু হাসপাতাল
অবস্থান: ঢাকা শেরে বাংলা নগরে শ্যামলী বাস স্ট্যান্ডের ২০ – ৩০ গজ পূর্ব দিকে শিশুমেলার পূর্বে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন কেন্দ্রের পশ্চিম পাশে এটি অবস্থিত।
০২-৮১১৬০৬১-২
১৮
ঢাকা আই হাসপাতাল
অবস্থান: মিরপুর-১, ঢাকা
০২-৮০১৪৪৭৬
১৯
স্কয়ার এ্যাম্বুলেন্স
অবস্থান: ১৮/এফ, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫, বাংলাদেশ।
০১৭১৩৩৭৭৭৭৩, ০১৭১৩৩৭৭৭৭৫, ৮১৪৪৪৬৬-২০০৫
২০
হলি ক্রিসেন্ট হাসপাতাল 
অবস্থান: ৪৯ দক্ষিণ বিশাল, মিরপুরঃ-১, ঢাকাঃ- ১২১৬ 
০৩১৬২০০৫৫
২১
ইউনাইটেড হাসপাতাল
অবস্থান:  ইউনাইটেড হসপিটাল, প্লট – ১৫, সড়ক – ১৭, গুলশান, ঢাকা, বাংলাদেশ।
৮৮৩৬০০০
২২
আদ-দ্বীন হাসপাতাল 
অবস্থানঃ ২ বড় মগবাজার, ঢাকা- ১২১৭
০৯৬১২৩৪৫৬৬৬
২৩
প্রাইম জেনারেল হাসপাতাল
০২-৯৫৬২২৬৭, ০২-৯৫৫৯৮৬২
২৪
মনোয়ারা হাসপাতাল (প্রাঃ) লিঃ
অবস্থান: ৫৪, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা ১২১৭।
বেইলী রোড থেকে ভিকারুন্নেসা নূন স্কুলের পূর্ব পাশের সড়ক দিয়ে প্রবেশ করে ১০০ গজ সামনে হাতের ডানপাশে এই হাসপতালটি অবস্থিত।

০২-৮৩১৮১৩৫, ০২-৮৩১৯৮০২, ০২-৮৩১৮৫২৯