Sunday 18 March 2018

পল্লী বিদ্যুৎ বোর্ডে নতুন সংযোগের আবেদন করবেন যেভাবে

সেবার সংক্ষিপ্ত বিবরণ:
উপজেলা ও জেলা পর্যায়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ সেবা নিতে ইচ্ছুক গ্রাহকরা খুব সহজেই নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করতে পারবেন  “নতুন সংযোগের আবেদন” সেবার মাধ্যমে।

সেবার সুবিধা:
  • যোগ্যতা সম্পন্ন যেকোন বাংলাদেশী নাগরিক এই সেবার  মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির নতুন গ্রাহক হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন ও বিদ্যুৎ সেবা গ্রহন করতে পারবেন।
প্রক্রিয়া:
বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের জন্য গ্রাহক হতে ইচ্ছুক আবেদনকারীকে উপজেলা/জেলা পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে হবে এবং সমিতির ক্যাশ শাখায় সমীক্ষা ফি জমা দিতে হয়। এরপর সংশ্লিষ্ট অফিস প্রধান ওয়্যারিং পরিদর্শককে প্রাথমিক সমীক্ষার জন্য দায়িত্ব প্রদান করবেন। ওয়্যারিং পরিদর্শক প্রাথমিক সমীক্ষা শেষ করে সদস্য সেবা কর্মকর্তার নিকট উপস্থাপন মতামতসহ প্রতিবেদন দাখিল করবেন। বিদ্যুৎ সংযোগ প্রদানের যথার্থতা পাওয়া গেলে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয় এবং গ্রাহককে জানানো হয়। গ্রাহক তার প্রতিষ্ঠানে ওয়্যারিং সম্পাদন করবেন এবং ওয়্যারিং যথাযথ আছে কিনা তা ওয়্যারিং পরিদর্শক পরিদর্শন করে রিপোর্ট প্রদান করবেন। রিপোর্ট যথাযথ থাকলে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য গ্রাহককে ক্যাশ শাখায় নিরাপত্তা জামানত জমা প্রদান করতে হয়। অতঃপর গ্রাহকের প্রতিষ্ঠানে মিটার প্রদান করে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয় এবং প্রযোজ্য ক্ষেত্রে লাইন নির্মাণের জন্য সমীক্ষা করা হয় এবং সংশ্লিষ্ট আবেদনকারী প্রতিষ্ঠান লাইন নির্মাণ খরচ বহন করেন। 
সেবার ক্যাটাগরি
নাগরিক সেবা
মন্ত্রণালয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়          
বিভাগ
বিদ্যুৎ বিভাগ
অধিদপ্তর
পল্লী বিদ্যুতায়ন বোর্ড
যোগ্যতা
বিদ্যুৎ সংযোগ পাওয়ার মতো উপযুক্ত হতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
  • সংযোগ গ্রহণকারীর পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি
  • জমির মালিকানা দলিলের সত্যায়িত কপি
  • লোড চাহিদার কাগজপত্র
  • জমি/ভবনের ভাড়ার দলিল (যদি প্রযোজ্য হয়)
  • ভাড়ার ক্ষেত্রে মালিকের সম্মতিপত্রের দলিল
  • পূর্বের কোনো সংযোগ থাকলে ঐ সংযোগের বিবরণ ও সর্বশেষ পরিশোধিত বিলের কপি
  • অস্থায়ী সংযোগের ক্ষেত্রে গ্রাহক শ্রেণির বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
  • সংযোগস্থলের নির্দেশক নকশা
  • শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের নিমিত্তে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন।
  • পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট স্থাপন (শিল্প ও বৃহৎ বাণিজ্যিকের ক্ষেত্রে)
  • বহুতল আবাসিক/বাণিজ্যিক ভবন নির্মাতা ও মালিকের সাথে ফ্ল্যাট মালিকের চুক্তিনামার   সত্যায়িত কপি
  • উপকেন্দ্রে স্থাপিত সব যন্ত্রপাতির স্পেসিফিকেশন ও টেস্ট রেজাল্ট এবং বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর থেকে প্রদত্ত উপকেন্দ্রসংক্রান্ত ছাড়পত্র
  • পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

প্রয়োজনীয় খরচ
১০০/= থেকে ৫১,৬০০/=
প্রয়োজনীয় সময়
১৫ দিন থেকে ০৬ মাস
কাজ শুরু হবে
পবিস এর সদর দপ্তর, জোনাল অফিস এবং বিলিং এরিয়া অফিস
আবেদনের সময়
সারা বছর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
সদস্য সেবা কর্মকর্তা, পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর, ওয়্যারিং পরিদর্শক
সেবা না পেলে কার কাছে যাবেন
পবিস সিনিয়ার জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার

সেবা প্রাপ্তির স্থান
ওয়ান স্টপ সার্ভিস

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে: www.rpcl.org.bd   

যোগাযোগের ঠিকানা:
বাড়ী নং-১৯, রোড নং-১/বি, সেক্টর-০৯,
উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন : +৮৮ ০২-৭৯১৪০৪৮
ই-মেইল : md@rpcl.org.bd