Sunday 18 March 2018

গ্যাসের চুলা ব্যবহারে সর্তক থাকুন

সম্প্রতি গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ড ও মৃত্যুর ঘটনা বেড়েছে। গ্যাস থেকে আগুন লাগার ভয়াবহতা অনেক বেশি ও মারাত্মক হয়ে থাকে। একটু সতর্ক থাকলেই এইসব দুর্ঘটনা এড়ানো যায়। দেখে নিন কি উপায়ে গ্যাসের চুলা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যায় :

  • রান্নাঘরের জানালা ২৪ ঘণ্টাই খোলা রাখুন। যদি মনে হয় খোলা রাখলে মশা-মাছির উৎপাত বাড়বে তাহলে জানালার গ্রিলে নেট লাগিয়ে নিন।
  • গ্যাস লিক করে কি না তা ভালো করে খেয়াল করুন। গন্ধ চেনার চেষ্টা করুন।
  • অনেক দিন ঘর বদ্ধ থাকলে বাসায় ঢুকেই আগুন জ্বালাবেন না। জানালা খুলুন, ঘরে বাতাসের আসা-যাওয়া স্বাভাবিক হলে চুলা জ্বালুন।
  • বাথরুমে প্রচুর গ্যাস থাকে, সব কিছু বন্ধ করে কখনোই মোমবাতি, ম্যাচ জ্বালাবেন না।
  • গ্যাস লিকের সমস্যা থাকলে দ্রুত বাড়িওয়ালাকে জানান ও প্রতিকারের ব্যবস্থা নিন।
  • যারা বাড়ির মালিক তাঁরা অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিন। দুর্ঘটনার আগেই সতর্ক হোন।
  • রান্নাঘরে ইলেকট্রিক ওভেন বা ফ্রিজ রাখা উচিত নয়। এতে আটকে পড়া গ্যাসে অগ্নিকান্ড ঘটতে পারে। তবে যদি রাখতে হয়. তাহলে বুঝে শুনে সতর্কতার সাথে ব্যবহার করুন।
  • মনে রাখবেন, ফ্রিজ কিন্তু ২৪ ঘণ্টাই চলে। ফ্রিজের পেছনটা গরম হয়। এই গরম হাওয়া বের হওয়ার ব্যবস্থা রাখবেন।
  • গ্যাসের চুলায় কোন অবস্থাতেই কাপড় শুকানো উচিত নয়।
  • শীতকালে ঘর গরম রাখার জন্য অনেকে গ্যাসের চুলায় আগুন জ্বেলে রাখেন, এমনটা করা কোন অবস্থাতেই উচিত নয়।
  • ম্যাচের কাঠি বাঁচানোর জন্য চুলা জ্বালিয়ে রাখার প্রবণতা বাদ দিতে হবে। কাজ শেষে চুলা বন্ধ করে দিন।
  • বাসা থেকে বের হওয়ার সময় খেয়াল করুন চুলা বন্ধ করেছেন কি না। চাবি ঘুরিয়ে গ্যাস বন্ধ করে বের হোন।
  • সর্বোপরি নিজে এবং পরিবারের প্রত্যেক সদস্যকে সতর্ক করুন এবং করণীয়গুলো জানিয়ে রাখুন।

তিতাস গ্যাসের সঙ্গে যোগাযোগ
গ্যাস লাইনে কোন ক্রটি বা জরুরি অবস্থার জন্য তিতাস গ্যাসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তাদের জরুরি ফোন নম্বর গুলো হচ্ছে:
মতিঝিল  - ৯৫৬৩৬৬৭, ৯৫৬৩৬৬৮ (২৪ ঘণ্টা);
মিরপুর - ৯০১৪২৯১ (সকাল ৬টা থেকে রাত ১০টা)
গুলশান - ৯৮৯১০৫৪ (২৪ ঘণ্টা)।
এ ছাড়া তিতাস গ্যাসের হটলাইন নম্বরেও যোগাযোগ করা যেতে পারে। নম্বরটি হল: ০২-৯১০৩৯৬০।