Sunday 18 March 2018

বিষধর সাপের কামড় চিনবেন কিভাবে ?

যে সকল সাপের বিষ রয়েছে সে সকল সাপের এক জোড়া বিষ দাঁত রয়েছে যার ফলে কাউকে কামড় দিলে পাশাপাশি দুইটি ছিদ্র দেখা যায়। বিষহীন সাপের রয়েছে দুই পাটি জুড়ে অনেকগুলো ছোট ছোট দাঁত তাই কাউকে কামড় দিলে কয়েকটি আঁচড়ের সৃষ্টি হয়।

বিষধর সাপের কামড় চিনবেন কিভাবে  
  • বিষধর সাপের কামড়ের ফলে দুইটি বিষ দাঁতের চিহ্ন পাওয়া যাবে
  • ক্ষতস্থানে প্রচুর ব্যথা হবে ও ফুলে যেতে পারে; কখনও কখনো বিষধর সাপের কামড় ব্যথাহীন হতে পারে।
  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • মুখে লালা ঝরবে ও প্রচুর ঘাম
  • ঝাপসা দেখা
  • শক
  • শরীরের বর্ণ পরিবর্তন হতে পারে
  • ঘুম ঘুম ভাব বা ঘুমিয়ে যাওয়া
  • শ্বাস কষ্ট
  • শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া