Sunday 18 March 2018

ফেসবুক–এ একাউন্ট/পেজ/গ্রুপ/পোস্ট REPORT কীভাবে করতে হয়?

ফেসবুকে একাউন্ট খোলার জন্য যেহেতু কোনো জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়না তাই যে কেউ-ই একাউন্ট বা পেজ খুলে ইচ্ছেমত পোস্ট শেয়ার করতে পারে। এ কারনে বর্তমানে ফেক আইডির সংখ্যা যেমন প্রচুর বেড়েছে তেমনি বেড়েছে আক্রমনাত্মক, হয়রানিমূলক, অশালীন বা কুরুচিপূর্ণ পোস্টের সংখ্যাও। এমন কোন পেজ বা পোস্ট ফেসবুকে ছড়াতে দেখলে সেটা রিপোর্ট করার অপশন আমাদের কাছে আছে।
সঠিক প্রক্রিয়ায় রিপোর্ট করা হলে রিপোর্টকৃত পোস্ট/পেজ/একাউন্টটি ফেসবুক কর্তৃপক্ষ দ্বারা রিভিউ করে যথাযথ পদক্ষেপ নেয়া হয়।

কোনো একাউন্ট রিপোর্ট কিভাবে করতে হবে?
১। কোন একাউন্ট রিপোর্ট করতে হলে সেই প্রোফাইলে গিয়ে উপরে ডানদিকে  বাটনে ক্লিক করতে হবে।
২। বাটনে ক্লিক করলে ‘what would you like to do’ দিয়ে আপনি একাউন্টটির ব্যাপারে কী করতে চান সেটি জিজ্ঞেস করা হবে। সেখান থেকে ‘report this profile’ সিলেক্ট করতে হবে।
৩। সিলেক্ট করার পর আপনাকে রিপোর্ট করতে চাওয়ার কারণ জিজ্ঞেস করা হবে। নির্দিষ্ট কারণটি লিস্ট থেকে নির্বাচন করতে হবে।
৪। নির্বাচিত কারণ অনুযায়ী আপনাকে আরেকটি অপশন লিস্ট দেয়া হবে। যে অপশনটি প্রযোজ্য তা সিলেক্ট করলেই রিপোর্ট করা সম্পন্ন হবে। 

কোনো পেজ রিপোর্ট কিভাবে করতে হবে?
১। কোন পেজ রিপোর্ট করতে চাইলে পেইজে প্রবেশ করে () চিহ্নিত বাটনে ক্লিক করে ‘report page’ সিলেক্ট করতে হবে।
২। এরপর আপনার কাছে পোস্টটি রিপোর্ট করার কারণ জানতে চাওয়া হবে। নির্দিষ্ট কারন সিলেক্ট করে ‘continue’ করতে হবে।

কোনো গ্রুপকে  কিভাবে রিপোর্ট করতে হবে?
১। কোন গ্রুপকে রিপোর্ট করতে চাইলে সেই গ্রুপের পেইজ প্রবেশ করে উপরে ডানকোনায় ড্রপডাউন বাটনে ক্লিক করে অপশনগুলো থেকে ‘report post’ এ ক্লিক করতে হবে।
২। এরপর আপনার কাছে পোস্টটি রিপোর্ট করার কারণ জানতে চাওয়া হবে। নির্দিষ্ট কারন সিলেক্ট করে ‘continue’ করতে হবে।
৩। নির্বাচিত কারণ অনুযায়ী আপনাকে আরেকটি অপশন লিস্ট দেয়া হবে। যে অপশনটি প্রযোজ্য তা সিলেক্ট করলেই রিপোর্ট করা সম্পন্ন হবে।

কোনো পোস্টে রিপোর্ট কিভাবে করতে হবে?
১। কোন পোস্ট রিপোর্ট করতে চাইলে সেই পোস্টের উপরে ডানকোনায় ড্রপডাউন বাটনে ক্লিক করে অপশনগুলো থেকে ‘report post’ এ ক্লিক করতে হবে।
৩। এরপর আপনার কাছে পোস্টটি রিপোর্ট করার কারণ জানতে চাওয়া হবে। নির্দিষ্ট কারন সিলেক্ট করে ‘continue’ করতে হবে।
৪। সবশেষে পোস্টটি যে পেজ বা একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সে পেজ/একাউন্ট এর ব্যাপারে আপনি কী করতে চান সেটি জিজ্ঞেস করা হবে। এই অপশনগুলো দিয়ে,
  • পেজ ব্লক করা যাবে।
  • পেজ আনফলো করা যাবে।
  • পেজ আনলাইক করা যাবে।
  • পেজ এর কাছে মেসেজ করা যাবে যেখানে আপনার অপছন্দের পোস্টটির ব্যাপারে তাদের অবগত করা হবে।
আপনার পছন্দমত অপশন সিলেক্ট করে দিলেই রিপোর্ট করা সম্পন্ন হবে।