Sunday 18 March 2018

আপনার এলাকার কোন অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে পুলিশের সহায়তা নিন

সেবার বিবরণ:
আপনার এলাকায় গোপনে বা প্রকাশ্যে পতিতাবৃত্তি, মাদক ব্যবসাসহ যে কোন ধরনের অসামাজিক কর্মকাণ্ড দেখলে সেটা বন্ধ করতে পুলিশের সাহায্য নিতে পারেন। একজন সচেতন নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব।
যদি আপনি এই ধরনের অপরাধের কোন তথ্য পেয়ে থাকেন বা কোনভাবে বুঝতে পারেন যে আপনার এলাকায় এই ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে তাহলে দেরি না করে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। তাহলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করবে। অন্যথায় হয়তো আপনার কোন নিকটজন কোন অসামাজিক কাজে জড়িত হয়ে বিপদে পড়তে পারে।
সেবার সুবিধা:
  • অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায়
  • সমাজ থেকে সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করা যায়
  • তরুণ তরুণীরা অসামাজিক কর্মকাণ্ডের হাত থেকে মুক্ত থাকে
  • অসামাজিক কর্মকাণ্ড জনিত অপরাধ থেকে সমাজ মুক্ত থাকে
  • এক সুস্থ সবল প্রজন্ম গড়ে উঠতে পারে

করণীয় কি :
কোন সচেতন নাগরিক যদি দেখেন বা বুঝতে পারেন যে তার এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে মাদক ব্যবসার মতো জঘন্য অপরাধ সংগঠিত হচ্ছে তাহলে দেরি না করে অবিলম্বে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। আজকের তথ্য প্রযুক্তির যুগে বিভিন্নভাবে পুলিশকে জানানোর ব্যবস্থা আছে। ফোন, মোবাইল এ্যাপস এবং ওয়েবসাইট ছাড়াও সরাসরি পুলিশকে জানানোর ব্যবস্থা আছে। এছাড়াও পুলিশের হেল্প লাইনে ফোন করে জানানোর সুযোগ রয়েছে। কোন নাগরিক চাইলে নিজ পরিচয় গোপন রেখেও পুলিশকে তথ্য দিতে পারবেন। পুলিশ কোন তথ্য পেলে সাথে সাথে মাদক ব্যবসা বা ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সেবা প্রাপ্তির যোগ্যতা                        :  বাংলাদেশের যে কোন নাগরিক
প্রয়োজনীয় কাগজপত্র                      :  আবেদন পত্র
প্রয়োজনীয় খরচ                              :  বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়
প্রয়োজনীয় সময়                              :  ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ২/৩ দিন
কাজ শুরু হবে                                 :   নিকটস্থ থানা
আবেদনের সময়                              :   সারা বছর যে কোন সময়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা                          :   ওসি, এসআই/এএসআই
সেবা না পেলে কোথায় যাবেন              :  সার্কেল এ এস পি
বিস্তারিত তথ্যের জন্য                        : ১০০
প্রয়োজনীয় ওয়েবসাইট                      : http://www.police.gov.bd