Sunday 18 March 2018

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক আইডি খুললে কিছুদিন পর আইডি LOCK বা বিচ্ছিন্ন হয়ে যায় কেন?

আজকাল স্মার্টফোনের বদৌলতে মোবাইলে ফেসবুকের ব্যবহার অনেক বেড়েছে। ব্যবহারকারীর সংখ্যা আরো বাড়াতে তাই মোবাইলে ফেসবুক একাউন্ট খোলার পদ্ধতি খুবই সহজ এবং সংক্ষিপ্ত করা হয়েছে।

মোবাইলে একাউন্ট খুলতে গেলে,
১। প্রথমে ফেসবুকে ঢুকে ‘সাইন আপ’ এর পেজ খুলে সেখানে ফোন নাম্বার দিতে হয়।
২। এরপর ইউজার নেম, জন্মতারিখ, এবং জেন্ডার দিলে একাউন্ট তৈরি হয়ে যায়।
৩। একাউন্টে প্রথমবার ঢুকলেই ইউজারের কাছে একটি একাউন্ট কনফার্মেশনের মেসেজ আসবে। একাউন্ট কনফার্ম করতে একটি কোড প্রয়োজন হবে। এই কোডটি ফেসবুক থেকে যে ফোন নাম্বার দিয়ে একাউন্টটি খোলা হয়েছে সেই একাউন্টে পাঠানো হবে। কোডটি নির্দিষ্ট স্থানে দিলে একাউন্ট এক্টিভ হবে।
এই অবস্থায় ফেসবুক চালানো গেলেও একাউন্ট খোলার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। একাউন্ট পার্মানেন্ট করার জন্য ইউজারকে একটি ইমেইল অ্যাড্রেসও প্রদান করতে হবে। সেই অ্যাড্রেসে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠানো হবে যেখানে গিয়ে ইউজারকে পরিচয় নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি এই ধাপটি সম্পন্ন করা না হয় তবে একাউন্ট লক হয়ে যায়।