Sunday 18 March 2018

সমগ্র বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র পাওয়ার উপায়

সেবার সংক্ষিপ্ত বিবরণ:
বাংলাদেশ জরিপ অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ভুক্ত মানচিত্র প্রণয়নকারী একটি জাতীয় প্রতিষ্ঠান। মানচিত্র প্রণয়নের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ জরিপ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটি টপোগ্রাফিকাল সার্ভে পরিচালনা করে বিভিন্ন ম্যাপ প্রস্তুত করে। এই কাজের অংশ হিসেবে বাংলাদেশের প্রশাসনিক ম্যাপ প্রস্ত্তত করা হয়। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে অধিদপ্তরে যোগাযোগ করলে এই ম্যাপটি সরবরাহ করা হয়। এই মানচিত্র ১:১০,০০,০০০ স্কেলে বাংলাতে পাওয়া যায়।

সেবার সুবিধা:
  • প্রশাসনিকভাবে দেশের মানচিত্র সম্পর্কে জানা যায়।
  • ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক জরিপ ও প্রকল্পের কাজে অনেক তথ্য পাওয়া যায়।
প্রক্রিয়া:
সমগ্র বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র পেতে হলে সরাসরি বাংলাদেশ জরিপ অধিদপ্তরে যেতে হবে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। মানচিত্রের জন্য নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। হার্ডকপি পেতে হলে সরাসরি টাকা জমা দিয়ে মানচিত্রের হার্ডকপি পাওয়া যাবে। সফটকপির জন্য লিখিত আবেদন করতে হবে।
সেবার ক্যাটাগরি
নাগরিক সেবা
মন্ত্রণালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয়
অধিদপ্তর
বাংলাদেশ জরিপ অধিদপ্তর
যোগ্যতা
যেকোনো নাগরিক
প্রয়োজনীয় খরচ
১৫০ টাকা
সেবা প্রাপ্তির সময়
তাৎক্ষণিক
কাজ শুরু হবে
বাংলাদেশ জরিপ অধিদপ্তর থেকে
আবেদনের সময়
যেকোনো সময়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
সহকারী সার্ভেয়ার জেনারেলঃ ফোন- ৯১১৪১৯১, ইনচার্জ, এম.আর.আই.ওঃ  ফোন-৮১৭০৩৯৮, ইমেইল: info@sob.gov.bd
সেবা না পেলে কার কাছে যাবেন
সহকারী সার্ভেয়ার জেনারেলঃ ফোন- ৯১১৪১৯১
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন : www.sob.gov.bd
যোগাযোগের ঠিকানা:
বাংলাদেশ জরিপ অধিদপ্তর,
তেজগাঁও, ঢাকা-১২০৮।