Sunday 18 March 2018

মূল্যবান কাগজ বা দলিল হারিয়ে গেলে বা নষ্ট হলে কি করবেন?

সেবার বিবরণ:
অনেকেরই অসাবধানতার কারনে মূল্যবান দলিল বা প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। এছাড়াও কোন দুর্ঘটনায় বা আগুন পুড়ে যাওয়ার কারনে অথবা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে মূল্যবান কাগজ বা দলিল নষ্ট হয়ে যেতে পারে।এই হারানো কাগজ ফিরে পাওয়ার জন্য বা কাগজের নকল সংগ্রহ করার জন্য পুলিশের সাহায্য নেয়া যাবে।

সেবার সুবিধা:
  • প্রয়োজনীয় দলিল বা কাগজ উদ্ধারে পুলিশের সহায়তা পাওয়া যায়
  • হারানো দলিল বা দরকারি কাগজ ফিরে পাওয়া যায়
  • আসল কাগজপত্র পাওয়া না গেলেও নকল সংগ্রহ করা যায়
করণীয় কি :
কারো কোন প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে অতি দ্রুত সংশ্লিষ্ট থানায় গিয়ে জিডি করতে হবে। জিডি করার পর পুলিশ অভিযোগকারীকে জিডির একটা নম্বর সরবরাহ করবেন। এরপর পুলিশ হারিয়ে যাওয়া কাগজ খুঁজে বের করার চেষ্টা করবেন অথবা নকল বা নতুন কাগজপত্র বা দলিল প্রদান করার জন্য অনুমতি প্রদান করবেন। 

সেবা প্রাপ্তির যোগ্যতা                 :  বাংলাদেশের যে কোন নাগরিক
প্রয়োজনীয় কাগজপত্র               :  প্রয়োজন নেই
প্রয়োজনীয় খরচ                       :  বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়
প্রয়োজনীয় সময়                       :  খুব শীঘ্রই
কাজ শুরু হবে                         :   নিকটস্থ থানা
আবেদনের সময়                       :   সারা বছর যে কোন সময়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা                   :   ওসি, এসআই/এএসআই
সেবা না পেলে কোথায় যাবেন       :  সার্কেল এ এস পি
বিস্তারিত তথ্যের জন্য                : ১০০
প্রয়োজনীয় ওয়েবসাইট               : www.police.gov.bd