Sunday 18 March 2018

কৃষকের জন্য ১০ টাকায় ব্যাংক একাউন্ট সর্বশেষ আপডেট অক্টোবর ২৩, ২০১৬, রবিবার বুকমার্ক করুন

সেবার সংক্ষিপ্ত বিবরণ:
এই সেবার মাধ্যমে একজন কৃষক মাত্র দশ টাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। এই একাউন্টের মধ্যামে তিনি টাকা জমাতে এবং তুলতে পারবেন। এছাড়াও সরকার এই একাউন্টের মাধ্যমে কৃষকদের সরাসরি ভূর্তুকির টাকা দিয়ে থাকে।

সেবার সুবিধা:
  • মাত্র ১০ টাকার বিনিময়ে ব্যাংক একাউন্ট খোলা যাবে।
  • এই একাউন্টে টাকা জমানো এবং খরচ করা যাবে।
  • এই একাউন্টের মাধ্যমে কম সুদে ঋণ নেয়া যাবে।
  • কৃষক সরাসরি সরকারি ভর্তুকি পাবে।
প্রক্রিয়া:
এই সেবাটি গ্রহনের জন্য একজন কৃষককে উপজেলা কৃষি অফিসে গিয়ে তার নাম তালিকাভুক্ত করতে হবে। এই তালিকায় নাম ওঠানোর জন্য কৃষক তাঁর এলাকার ব্লক সুপারভাইজার বা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএসও)’র সাহায্য নিতে পারেন। এরপর উপজেলা কৃষি অফিস থেকে অনুমোদিত কৃষকদের নামের তালিকা ব্যাংকে পাঠানো হবে। তারপর কৃষক তাঁর ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে ব্যাংকে উপস্থিত হলে ব্যাংকের কর্মকর্তারা কৃষকের হয়ে ফরম পূরণ করে দিয়ে একাউন্ট খোলার ব্যবস্থা করে দেবেন। 
যোগ্যতা
আবেদনকারিকে অবশ্যই প্রকৃত কৃষক হতে হবে
প্রয়োজনীয় কাগজপত্র
জাতীয় পরিচয়পত্র ও এক কপি ষ্ট্যাম্প সাইজের ছবি
প্রয়োজনীয় খরচ
১০ টাকা
প্রয়োজনীয় সময়
৪-৫ দিন ( সময় নির্দিষ্ট করা ভালো)
কাজ শুরু হবে
উপজেলা কৃষি অফিস
আবেদনের সময়
সারা বছর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
১. উপজেলা কৃষি কর্মকর্তা
২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা
৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৫. উপ-সহকারী কৃষি কর্মকর্তা  (SAAO)
সেবা না পেলে কার কাছে যাবেন
উপ-পরিচালক, কৃষি সম্পসারণ অধিদপ্তর, জেলা কার্যালয়

বিস্তারিত তথ্যের জন্য   :    ১৬১২৩ (বিনামূল্যে)
প্রয়োজনীয় ওয়েব সাইট  :    http://www.dae.gov.bd
ফরম                          :