Sunday 18 March 2018

যৌনরোগ কি এবং যৌনরোগের ধরণগুলো কি কি

যৌনরোগ পুরুষ ও মহিলাদের দেহের যৌন অঙ্গে বা প্রজননতন্ত্রের বিভিন্ন জায়গায়ও আক্রান্ত হতে পারে৷ তবে সব যৌনরোগ যৌন অঙ্গে সংক্রামিত হয় না৷ যৌনরোগ নানা রকম হয়ে থাকে৷ সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি জীবাণু থেকে যৌনরোগ ছড়ায়৷ আমরা সবাই সচেতন ও সাবধান থাকলে যৌনরোগ থেকে রক্ষা পেতে পারি৷ যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে আমাদের অজ্ঞতা ও অসচেতনতা নানা রোগের জন্ম দিতে পারে৷ ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব ও যৌন রোগে আক্রান্ত কারো সাথে শারীরিক সম্পর্ক থেকে যৌনরোগ হতে পারে৷ যৌন সম্পর্কের ফলে যেসব রোগ সংক্রামিত হয় তাকে যৌন-বাহিত রোগ বলে৷

নিম্নে কিছু যৌনরোগ সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া হলো-
সিফিলিস
সিফিলিস, ট্রেপোনেমা পেলিডাম নামক একপ্রকার জীবাণুর সংক্রমণের ফলে হয়৷ যৌনমিলনের সময় আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির শরীরে এই জীবাণু প্রবেশ করে৷ এই রোগের সুপ্তকাল ঌ-ঌ০ দিন৷

গনোরিয়া
গনোরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি যৌন রোগ৷ সাধারণত মূত্রনালি, পায়ুপথ, মুখগহ্বর এবং চোখ গনোরিয়ার জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে৷ এই রোগ সাধারণত যৌনমিলন থেকে ছড়ায় এবং পুরুষ ও মহিলা উভয়েই আক্রান্ত হতে পারে৷

এইডস
বর্তমান বিশ্বের বহুলপরিচিত একটি নাম এইডস (AIDS)৷ এটি একটি মরণব্যধি৷ এইডস এর পুরো অর্থ অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম৷ এইডস এইচআইভি(HIV) ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ৷